কি সেবা কিভাবে পাবেন ঃ (ক) যুব প্রশিক্ষণ
(খ) যুব ঋণ
(গ) যুব সংগঠন তালিকা ভূক্তি।
এই সকল সেবা সমূহ উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তার কার্যালয় হতে পাওয়া যায়।
সিটিজেন চার্টার ঃ বেকার যুবক/যুব মহিলাদের দ্বারা ব্যাচ তৈরী
করে তাদেরকে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান। প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য জেলা পর্যায়ে প্রশিক্ষনার্থী প্রেরণ করা। প্রশিক্ষণের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বরাবরে আবেদন করতে হবে। আবেদনরে পত্রের সঙ্গে ১কপি ছবি কমপক্ষে ৫ম শ্রেনী পাশের সনদ নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্র সযুক্ত করতে হবে। প্রশিক্ষণ পরবর্তী সময়ে আত্নকর্ম সংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের বিপরীত ক্ষুদ্র ঋণ প্রদান। অপ্রাতিষ্ঠানিক ট্রেডে সবের্বাচ্চ ঋণের পরিমান ২৫,০০০/- টাকা প্রাতিষ্ঠানিক ট্রেডে সবের্বাচ্চ ৫০,০০০/- টাকা। ঋণ প্রাপ্তির জন্য যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ বাধ্যতামূলক। ঋণের জন্য প্রথমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবরে আবেদন করতে হবে। আবেদন পত্রের সঙ্গে ১কপি ছবি প্রশিক্ষণ সনদ পত্র নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার দায়িত্ব প্রাপ্ত সি,এস, কে সরেজমিন পরিদর্শন পূর্বক প্রতিবেনদ দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। পরিদর্শন এবং বাস্তবতার নিরিখে প্রকল্প সন্তোষ জনক হলে ক্রেডিট ম্যানুয়েল অনুযায়ী প্রতিষ্ঠানিক হলে ঋণ প্রস্তাব জেলা ঋন অনুমোদন কমিটিতে প্রেরণ করা হয়। অপ্রাতিষ্ঠানিক হলে ঋণ প্রস্তাব উজপজেলা ঋণ অনুমোদ কমিটিতে প্রেরন করা হয়। ঋণ প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন হলে ঋণ গ্রহীতার জামিন দারের সম্পত্তির মালিকানা দলিল এবং নামজারী পর্চা দাখিল এবং জামিন দারের চুক্তিনামা সম্পাদন করিতে হয়। যুব কল্যাণ তহবিল অনুদান নিমিত্তে যুব সংগঠন হইতে আবেদন পত্র গ্রহণ এবং তা প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস